Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

 

পহেলা আগষ্ট, ১৯৬৯ইং সালে তৎকালীন জেলা প্রশাসক মহোদয়ের স্ত্রী বেগম শিরিন হক জাদুঘর ভবন উদ্বোধন করেন এবং ময়মনসিংহ জাদুঘরটি পৌরসভা নিয়ন্ত্রন  করতেন । ০৯/০৮/১৯৮৯ তারিখ হতে জাদুঘরটি প্রত্নতত্ব অধিদপ্তর নিকট হস্তান্তর করেন । অধ্যাবধি জাদুঘরটি প্রত্নতত্ব অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়ে আসছে । এই জাদুঘরটি বৃহত্তম ময়মনসিংহ জেলার রাজা জমিদারদের ব্যবহৃত প্রত্ন সামগ্রি দ্বারা সু-সজ্জিত।  ২০/০৫/২০১৯ খ্রিঃ তারিখ হতে ময়মনসিংহ যাদুঘর (শশীলজ) জমিদার বাড়ীতে দর্শনার্থীদের জন্য টিকিট ব্যবস্থার মাধ্যমে দর্শনের সুব্যবস্থা চালু রয়েছে।