পহেলা আগষ্ট, ১৯৬৯ইং সালে তৎকালীন জেলা প্রশাসক মহোদয়ের স্ত্রী বেগম শিরিন হক জাদুঘর ভবন উদ্বোধন করেন এবং ময়মনসিংহ জাদুঘরটি পৌরসভা নিয়ন্ত্রন করতেন । ০৯/০৮/১৯৮৯ তারিখ হতে জাদুঘরটি প্রত্নতত্ব অধিদপ্তর নিকট হস্তান্তর করেন । অধ্যাবধি জাদুঘরটি প্রত্নতত্ব অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়ে আসছে । এই জাদুঘরটি বৃহত্তম ময়মনসিংহ জেলার রাজা জমিদারদের ব্যবহৃত প্রত্ন সামগ্রি দ্বারা সু-সজ্জিত। ২০/০৫/২০১৯ খ্রিঃ তারিখ হতে ময়মনসিংহ যাদুঘর (শশীলজ) জমিদার বাড়ীতে দর্শনার্থীদের জন্য টিকিট ব্যবস্থার মাধ্যমে দর্শনের সুব্যবস্থা চালু রয়েছে।